স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইগার যুবারা বৃহস্পতিবার ফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। আফগান ১৪৩ রানে অলআউট করে ১৬০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয় আফগানিস্তান। রান তাড়া করতে নেমে মাত্র ২৩.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল আফগানিস্তানের যুবারা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
দলের হয়ে একাই লড়েছিলেন মোহাম্মদ হারুন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। ৬২ বলে ৭টি চারে এই রান করেন তিনি। এ ছাড়া ওয়াফিউল্লাহ ২৭, খালিদ তানিওয়াল ১৫ ও হিজবুল্লাহ দুররানি ১৩ রান করেন। বাকিরা আউট হয়েছেন দুই অঙ্কের ঘরে পৌছানোর আগেই। বাংলাদেশের হয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। এছাড়া রাফি উজ জামান রাফি দুটি, শেখ পারভেজ জীবন এবং মারুফ নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান আশিকুর রহমান শিবলি। আরেক ওপেনার রিজওয়ান জিশান আলমের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। জিশান ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে খাহলেল আহমেদের বলে আউট হন। আরিফুল ইসলাম ৩৩ বলে করেন ২২ রান।
এছাড়া ৪৩ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। আহরার আহমেদ ৫ ও মো. শিহাব করেন ৭ রান। আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন কামরান হটাক। একটি করে উইকেট পান বাশির আহমেদ ও খাহলেল আহমেদ। ৬ উইকেট শিকার করার সুবাদে ফাইনাল সেরার পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post