স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কা খাচ্ছে দলগুলো। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দল একাধিক তারকাকে হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এবার সেই তালিকায় যোগ হলো আফগানিস্তানও।
আফগান রহস্যময় স্পিনার মোহাম্মদ গাজানফার চোটে পড়ে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। পিঠের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার এই খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দলের দুই তারকাকে হারিয়েছে আফগানিস্তান। গাজানফারের আগে দলটি অভিজ্ঞ অফ স্পিনার মুজিব উর রহমানকেও হারায় চোটের কারণে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, গাজানফারের বদলে বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াল খারুতিকে দলে নেওয়া হয়েছে। ২০ বছর বয়সী এই তরুণ মাত্র সাতটি ওয়ানডে খেলেছেন।বিবৃতিতে এসিবি বলে, ‘আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন। তার এল ৪ ভার্টেব্রাতে চিড় আছে।’
রহস্যময় স্পিনার এম গাজানফার জিম্বাবুয়ে সফরে চোটে আক্রন্তা হন। চোটের কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। তার বদলে রিজার্ভ তালিকায় থাকা ‘খারুতেকে দলে নেওয়া হলো। এদিকে আফগান ক্রিকেটের আরেক তারকা মুজিবও খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। পুরোপুরি সেরে না উঠায় মুজিবকেও পাওয়া যাচ্ছে না।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তানের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আফগানিস্তান স্কোয়াড: হাসমতুল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, রাহামনুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, ইকরাম আকিলি, গুলবদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারুতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাবীদ জাদরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০