স্পোর্টস ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চেপে ধরেছে পাকিস্তান। পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নামা ভারত পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে ধুঁকছে। ৫০ রানের আগেই ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল। ১১তম ওভারে গিয়ে ৫০ করেছে ভারত। অবশ্য ১২তম ওভারে এসে পাল্লেকেলেতে আবার হানা দেয় বৃষ্টি। ফলে ইনিংসে দ্বিতীয়বারের মতো বন্ধ রয়েছে খেলা।
এর আগে অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলির পর ফিরেছেন শ্রেয়াস আইয়ার। উইকেটে এসে চড়াও হতে গিয়ে ফখর জামানের হাতে ক্যাচ দিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটার। দলীয় ৪৮ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। দশম ওভারের পঞ্চম বলে রউফকে পুল করেন আইয়ার। বল সোজা চলে যায় মিড উইকেটে ফখরের হাতে। ৯ বলে ২ চারে ১৪ রান করেছেন আইয়ার।
এর আগে পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হন অধিনায়ক রোহিত। ২২ বলে ১১ রান করেন তিনি। দুটি চার মেরেছেন ভারতীয় অধিনায়ক। রোহিত ফিরতেই কোহলিকে ফেরান আফ্রিদি। বোল্ড আউট হয়ে ফেরার আগে ৭ বলে ৪ রান করেন তিনি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন কোহলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post