নিজস্ব প্রতিবেদকঃ টেস্ট থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি দলে গত বিশ্বকাপ থেকে জায়গা হারিয়েছেন। এবার ওয়ানডে দলেও ব্রাত্য মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়েছিলেন। এবার অ্যাওয়ে সিরিজের দলেও ফেরানো হলো না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
আগামী মাসে আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চোটের কারণে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ থাকছেন না এই সফরে। বর্তমানে রিহ্যাবে আছেন এই পেসার।
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। জায়গা হয়নি রিয়াদ ছাড়াও আফিফ হোসেনের। আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে রিয়াদের জায়গায় সুযোগ পান ইয়াসির আলী রাব্বি।
মূলত অভিজ্ঞ রিয়াদের বিকল্প তৈরির একটা প্রচেষ্টার অংশ হিসেবে সুযোগ পান ইয়াসির। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেন নি! সিলেটে গত মাসে দুই ম্যাচ খেলেন ডানহাতি এই ব্যাটার। রান করেন মাত্র ২৪। এর আগে ভারতের বিপক্ষেও বড় ইনিংস খেলতে পারেন নি। চট্টগ্রামে রান বন্যার ম্যাচে মাত্র ২৫ রান করেছিলেন তিনি। ব্যর্থ হলেও দলে জায়গা ধরে রেখেছেন ইয়াসির।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দলে ছিলেন না আফিফও। এবার অ্যাওয়ে সিরিজেও সুযোগ পেলেন না এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া লিগে ঢাকা আবাহনীর হয়ে দারুণ ছন্দে আছেন তিনি। তবে এখনই তাঁকে জাতীয় দলে ফেরানো হয় নি।
আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post