নিজস্ব প্রতিবেদকঃ অনায়াস জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করল ঢাকা আবাহনী। শনিবার আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে। এই ম্যাচ দিয়ে আবাহনী জার্সিতে অভিষেক হয়েছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে আবাহনীকে লিড এনে দেন ব্রাজিলের ওয়াসিংটন সান্তোস। ১০ মিনিট পর ভিনেসেন্টর স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শেষ গোল করেন আবাহনীর জোনাথন ফার্নান্দেজ ৬৩ মিনিটে।
১০ ম্যাচে পঞ্চম জয়ে আবাহনীর পয়েন্ট ১৮। কিংসের চেয়ে ৭ ও মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আকাশি-নীলরা। এদিকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়ো থেকে লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে নাম লিখিয়েছেন ডেনমার্ক প্রবাসী এ মিডফিল্ডার। নতুন ক্লাবে তার প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। তবে সাবেক চ্যাম্পিয়নরা তিনটি গোলই পেয়েছে জামাল ভূঁইয়াকে তুলে নেওয়ার পর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post