স্পোর্টস ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সৌম্য সরকারের। ব্যর্থ হয়ে বাদ পড়েন, আবার তেমন কিছু না করেই সুযোগ পাচ্ছিলেন দলে। তবে তেমন পারফর্ম করতে পারছিলেন না দলে ফিরেও। এসবের মাঝেই ফের বিতর্কিত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফরে সাদা বলে সিরিজের দলে ফিরেন সৌম্য। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের পছন্দেই দলে ফিরেছেন তিনি।
তবে প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হন এই ক্রিকেটার। বল হাতে ৬ ওভারে ৬৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ৪ বল খেলে ডাক মেরে ফিরে যান প্যাভিলিয়নে। যার ফলে তীব্র হয় সমালোচনা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনাকে পেছনে ফেলেন সৌম্য।
প্রায় ১১২ স্ট্রাইক রেটে ২২ চার ও ২ ছক্কার মারে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলেছেন সৌম্য। আর এই ইনিংসে সব সমালোচনা আপাতত চুপ করিয়ে দিয়েছেন এই ক্রিকেটার। অনেক দিন পর চেনা সৌম্যকে দেখা গিয়েছে। পাঁচ বছর পর সেঞ্চুরি হাঁকানো এই তারকা সংবাদ সম্মেলনে কথা বলেছেন মাঝের সময়টাতে নিজেকে নিয়ে হওয়া সমালোচনা নিয়ে। ধন্যবাদ দিয়েছেন পরিবার, সতীর্থ, কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে।
সৌম্য বলেন, ‘সবকিছুর আগে আমি ধন্যবাদ দিব, আমার পরিবারকে। আমার বউকে, সবকিছুতে সমর্থন করার জন্য। আমার সতীর্থরা তো আছেই। যতটুকু অনুশীলন করার সুযোগ পাচ্ছি, ব্যাটিং করছি সে-ও (চান্ডিকা হাথুরুসিংহে) অনেক সমর্থন করেছে। হাথুরুসিংহে আসার পর তার সঙ্গে যতটুকু ব্যাট করার সুযোগ পেয়েছি, তিনি অনেক সমর্থন যোগাচ্ছেন এবং ছোট ছোট জিনিস ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমার ভালোর জন্য। যে ইতিবাচক কথা বলে আমি তার সঙ্গেই থাকি।’
‘ভালো-খারাপ ক্রিকেটে থাকবেই। কিন্তু খারাপ খেললে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না, যেহেতু ক্রিকেট খেলোয়াড়। ক্রিকেটের জন্যই এতদূর আসা। পরিশ্রম করছি ক্রিকেটের জন্যই। সুতরাং ক্রিকেট নিয়েই বেশি চিন্তা।’ যোগ করেন এই ব্যাটিং অলরাউন্ডার।
সমালোচনা প্রসঙ্গে সৌম্যের ভাষ্য, ‘ক্রিকেট খেলোয়াড় প্রতিদিন ভালো খেলবে না। আপনি যেমন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করবেন না, আমরাও প্রতিদিন ভালো খেলব আশা করি না। আমরা ক্রিকেটাররা হাসার চাইতে বেশি কাঁদি। কেননা কেউ পুরো একটা সিরিজ খেললে, এক-দুইটা ম্যাচ ভালো খেলে। তার খারাপই যায়। ওটা নিয়ে আমরা পড়ে থাকলে আমরা নিজেরাই পিছিয়ে যাব। সুতরাং যতটুকই ইতিবাচক সেটা নিয়ে চিন্তা করা হয় বেশি। কীভাবে সামনে আরও ভালো করা যায় সেখানেই ফোকাস থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post