স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ২ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ডালাসে শনিবার লঙ্কানদের দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি টাইগাররা। বিশেষ করে লঙ্কান বোলাররা বাংলাদেশকে বেশ ভালোই চাপে রেখেছিলেন। একটা সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯১।
এরপর ২২ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শেষ মুহুর্তে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। ম্যাচ পরবর্তী বক্তব্যে বাংলাদেশ অধিনায়ক শান্ত দাবি করেন, ক্রিকেটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন। ম্যাচ জয়ের জন্য নিজেদের সামর্থ্যের পুরোটাই ঢেলে দিয়েছেন তারা। শান্ত বলেন, ‘মাঠে প্রত্যেকের খেলার ধরন দুর্দান্ত ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং ফিল্ডাররা তাদের কাজ করছে।’
দল জেতানোয় বড় অবদান রেখেছেন হৃদয়। ঝোড়ো ব্যাটিং করে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন ডানহাতি এই তারকা ব্যাটার। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি, তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জেতা উচিত ছিল। লিটনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সে কিছুটা সংগ্রাম করছে। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয় সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। সে যেভাবে ওভার খেলেছিল তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post