নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে আজমের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে খুলনা।
জবাবে ৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। মাত্র ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন উসমান। ম্যাক্স ও’ডাউডের সঙ্গে তার উদ্বোধনী জুটিতেই আসে ১৪১ রান। ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করেন ডাচ ওপেনার ও’ডাউড। উসমান অপরাজিত থাকেন ১০৩ রানে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের উসমানের এটিই প্রথম সেঞ্চুরি। এই সেঞ্চুরির কারণে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তবে ম্যাচ জয়ের নায়ক উসমান খান অবাক করেছেন সবাইকে। সংবাদ সম্মেলনে এসে উসমান বলেন, ‘আমার কোনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকউন্ট নেই। ফলে সামাজিকযোগাযোগ মাধ্যমে কে কী বলে, তা দেখি না। সেখানে কী হয় তাও আমি জানি না।’
প্রথম শ্রেণির ক্রিকেটে উসমানের অভিষেক হয় ২০১৭ সালের কায়েদে আজম ট্রফিতে। তবে দীর্ঘ পাঁচ বছরে তেমন বেশি ম্যাচ খেলা হয়নি তার। আর টি-টোয়েন্টি ক্রিকেটে দুই বছর আগে অভিষেক হলেও ম্যাচ খেলা হয়েছে মাত্র ৭ ম্যাচে। তবে সুযোগের সন্ধানে থাকা উসমান কাজের কাজটি করলেন বিপিএলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post