স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিজেদের করল আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আবারো জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের করে নেয় আফগানিস্তান। শারজাহতে আমিরাত দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৭ রান করেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল মিডলঅর্ডার ব্যাটার আলি নাসরের (২২ বলে ২১)। এছাড়া ১৩ রান করেছেন লোয়ারঅর্ডার ব্যাটার মোহাম্মদ জাওয়াদুল্লাহ। ১২ রান করেছেন বাসিল হামিদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে স্বাগতিক আমিরাত।
আমিরাতকে চেপে ধরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাভিন উল হক এবং কায়েস আহমদ। নাভিন ৪ ওভারে ২০ রানে নেন ৪ উইকেট। আর কায়েস ৪ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। এছাড়াও আজমতুল্লাহ ওমরজাই পেয়েছেন ২ উইকেট। রান তাড়ায় আফগানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। ৩ ওভারে তারা তোলেন ৩০ রান। মারকুটে শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি গুরবাজ। ১৪ বলে ২০ রান করে জুনাইদ সিদ্দিকের বলে আরিয়ান লারকার হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন জাজাই। ৩২ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া ২৮ রান করেন নজিবুল্লাহ জাদরান। ইব্রাহিম জাদরান ২৩, আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে সিরিজ ঘরে তোলে আফগানিস্তান। আমিরাতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জুনায়েদ সিদ্দিক। ৩.৩ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। বাকিরা একটি করে উইকেট পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post