স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। বুধবার রাতে অতিরিক্ত সময়ের গোলে জয়বঞ্চিত হয়ে রেড ডেভিলরা হারিয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সুবর্ণ সুযোগ।
প্যালেসের মাঠে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতা টানেন মাইকেল ওলিস। ১৯ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষে ম্যান ইউ কোচ এরিক টেন হাগ জানিয়েছেন আরেকটি গোল করতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে তাঁকে। হাগ বলেন, ‘দুর্ভাগ্যজনক একটি মুহূর্তে এভাবে গোল হজম করাটা হতাশাজনক, কারণ এরপর আর ফেরার সময়ই ছিল না তেমন। দ্বিতীয় গোলের জন্য আরও চেষ্টা করতে হবে আমাদের, যাতে এরকম একটি মুহূর্তে পয়েন্ট হারাতে না হয়। ১-০ গোলে এগিয়ে ছিলাম আমরা, দ্বিতীয়ার্ধে আরও এগিয়ে গিয়ে খেলা শেষ করার অনেক সুযোগ ছিল। কিন্তু আমার কাছে মনে হয়নি আমরা দ্বিতীয় গোলের জন্য যথেষ্ট মরিয়া ছিলাম।’
প্যালেসের মাঠে ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ম্যাচের নির্ধারিত সময়েও এই গোল শোধ করতে পারেনি ক্রিস্টাল প্যালেস। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান প্যালেসের ওলিস। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post