স্পোর্টস ডেস্কঃ তরুণ আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি এখন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের সঙ্গে তার চুক্তি হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। তবে এখনই ইতিহাদ স্টেডিয়ামের দলটিতে যোগ দেবেন না তিনি। এ বছরের বাকিটা সময় বর্তমান ক্লাব রিভার প্লেটের হয়েই খেলবেন এচেভেরি। নতুন বছরে যোগ দিবেন নতুন ঠিকানায়।
সবশেষ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েন এচেভেরি। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোরও নজর ছিল তাঁর ওপর। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলো সিটি। গত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ব্রোঞ্জ বল জিতেছিলেন এচেভেরি।
অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলা মোট ২৩ ম্যাচে তার গোল ১৩টি। লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের নিয়ে গড়া মূল আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতাও আছে তার। রিভার প্লেটের হয়ে ছয় ম্যাচ খেলা এচেভেরি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে জায়গা পাকা করে নিয়েছেন এরইমধ্যে। উঠতি এই তারকাকে স্বাগত জানিয়ে সিটি নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘ম্যানচেস্টার সিটির সবাই ক্লাউদিও এই ক্লাবে স্বাগত জানাতে উন্মুখ এবং আমরা তাকে রিভারপ্লেটের সাথে তার বাকি সময়ের জন্য শুভকামনা জানাচ্ছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post