স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় তুলে নিয়েছে লিভারপুল। এ জয়ে ইয়ুর্গেন ক্লপের দল উঠে এলো লিগ টেবিলের শীর্ষে। বার্নলির মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে অল রেডরা। দারউইন নুনেজ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জটা।
৬ মিনিটেই গোলের খাতা খুলেন নুনেজ। তার গোলে অ্যাসিস্ট করেন কোডি গ্যাকপো। সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে গোলহীন ছিলেন নুনেজ। উরুগুইয়ান স্ট্রাইকার অবশেষে গোলখরা ঘুচালেন, টার্ফ মুরে বার্নলির বিপক্ষে। এর আগে গত ১ নভেম্বর ক্লাবের জার্সিতে গোল করেছিলেন। এদিকে বার্নলির জালের শুরুতে বল পাঠালেও দ্বিতীয় গোলের জন্য বেশ সময় অপেক্ষা করতে হয় ক্লপ শিষ্যদের।
৯০ মিনিটে গিয়ে আবার জালের দেখা পায় লিভারপুল। এবার লুইস দিয়াজের পাস থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। তাতে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন ক্লপ। এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচে বার্নলের পয়েন্ট মাত্র ১১, টেবিলে তাদের অবস্থান ১৯ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post