স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। রোববার আলমেরিয়ার বিপক্ষে ০–২ গোলে পিছিয়ে পড়েও জয় পেয়েছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে ৩-২ গোলে হারায় রিয়াল। ঘরের মাঠে রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের বয়স ৩৮ সেকেন্ড হতেই। লারজি রামাজানি এগিয়ে দেন আলেমেরিয়াকে। ৪৩ মিনিটে নাচোর ভুলে এদগার গঞ্জালেস ২-০ গোলে এগিয়ে দেন তাদেরকে। তবে আলমেরিয়াকে চেপে ধরে ৫৭ মিনিটে এক গোল শোধ দেয় রিয়াল। খানিক আগে বদলি নামা হোসেলুর হেড হাতে লাগে প্রতিপক্ষের খেলোয়াড় কাইকির। মাঠের পাশে রাখা ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জুড বেলিংহাম।
৬৭ মিনিটে ভিএআরের হস্তক্ষেপে ভিনিসিয়ুস জুনিয়র গোল পান। অবশ্য তাঁর গোল প্রথমে বাতিল করেছিলেন রেফারি। এরপর ভিএআরের কল্যাণে রিয়াল পায় ম্যাচে সমতা। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে জয়সূচক গোলটি পায় স্বাগতিকরা। বেলিংহামের বানিয়ে দেওয়া বলটি ধরে গোল করে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ডিফেন্ডার দানি কারভাহাল। এদিকে ম্যাচ শেষে এদগার গনসালেস সংবাদমাধ্যমকে বললেন, রেফারির সিদ্ধান্তে ন্যায্যতা খুঁজে পাননি তিনি।
রেফারির সমালোচনা করে গনসালেস বলেন, ‘এই প্রতিযোগিতা তো সবার জন্যই সমান হওয়া উচিত। কিন্তু কখনও কখনও তা খুঁজে পাওয়াই কঠিন। (রেয়ালের) পেনাল্টিতে পরিষ্কার ফাউল হয়েছিল, ওদের দ্বিতীয় গোলটিতেও আমার মতে, হ্যান্ডবল ছিল। সব সিদ্ধান্তই তাদের পক্ষে গেছে।’ আলমেরিয়ার ডিফেন্ডার মার্ক পুবিল বলেন, ‘কেউ একজন (রেফারি) সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে আমাদের জিততে দেবে না এবং সেটিই হলো। দলটির মিডফিল্ডার গনসালো মেলেরো বলেন, ‘আজকে আমাদের সঙ্গে স্রেফ ডাকাতি করা হয়েছে। এটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু অন্য কোনোভাবে এটাকে দেখার উপায় নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post