স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাতের জাতীয় দলে খেলার কথা দেওয়া উসমান এখন পাকিস্তান টি-২০ দলে। প্রথমবার পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরব-আমিরাতে বেড়ে উঠা এই ক্রিকেটার।
সংযুক্ত আরব-আমিরাতের সুবিধা ভোগ করে, সেখানেই ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে পাকিস্তানে যাওয়ায় উসমান খানকে ইতিমধ্যে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আরব-আমিরাত ক্রিকেট বোর্ড। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় বেশ আলোচনা হচ্ছে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য দল টি-২০ দল ঘোষণা করেছে সংযুক্ত আরব-আমিরাত। যেই দলে অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। পাকিস্তানে জন্ম নেওয়া আলোচিত ক্রিকেটার উসমান খান বেড়ে উঠেছেন আরব-আমিরাতে। সেখানেই বেড়ে উঠেছেন, ক্রিকেটার হয়েছেন।
উসমান কথা সংযুক্ত আরব-আমিরাত বোর্ডকে কথা দিয়ে ছিলেন, তিনি দেশটির জাতীয় দলে খেলবেন। তবে জন্মসূত্রে পাকিস্তানী বংশোদ্ভুত হওয়ার সূত্রে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন। আগামী ১৮ থেকে এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হবে টি-২০ সিরিজটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের দুই ভেন্যুতে পাঁচ ম্যাচের সিরিজটি খেলবে পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে অবসরে যাওয়া দুই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে পাকিস্তান। অভিমানে অবসরে যাওয়া মোহাম্মদ আমির ফিরেছেন দলে, পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা ইমাদ ওয়াসিমকেও দলে নিয়েছেন নির্বাচকেরা।
পাকিস্তান টি-২০ দল::
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post