স্পোর্টস ডেস্ক:: ৪৩০ রানের ম্যাচ। তাতে ইংরিশ তারকার ঝড় উড়িয়ে দুই ভারতীয় জেতালেন মুম্বাই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে পাঞ্জাব কিংস ছয় উইকেটে হেরেছে মুম্বাইয়ের কাছে।
আগে ব্যাট করা পাঞ্জাব ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোনের ঝড়ে ২১৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ইষাণ কৃষাণ ও সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে আগে ব্যাট করতে নামা পাঞ্জাব লিয়াম লিভিংস্টোনের ব্যাটে চড়ে তিন উইকেটে ২১৪ রান তুলেছিলো। মাত্র ৪২ বলে ৮২ রানে ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ইংলিশ তারকা। সাত চার ও চার ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ৪৯ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। তার ২৭ বলের ইনিংসে পাঁচ চার ও দুই ছক্কা ছিলো। এছাড়াও ৩০ রান করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। ২৭ রান করেছেন ম্যাথুশর্ট।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পিযুষ চাওলা ২টি উইকেট লাভ করেন।
২১৫ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই ইষান কৃষাণ ও সূর্যকুমার যাদবের ব্যাটে সাত বল হাতে রেখে চার উইকেট হারিয়ে ২১৬ রান তুলে জয় নিশ্চিত করে। সাত চার ও চার ছক্কায় ৪১ বলে ৭৫ রান করেছেন ইষান কৃষাণ। ৩১ বলে ৬৬ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার। আট চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ১৯ রানে টিম ডেভিড ও ২৬ রানে তিলক বার্মা অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
পাঞ্জাবের হয়ে নিথান ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post