স্পোর্টস ডেস্ক:: ইতিহাস গড়ে নারী বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই ইংলিশ পরীক্ষায় ফেল করলো। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল হেরেছে ২১ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ নারী দল। টানা চার বিশ্বকাপে হারের পর জয়ের মুখ দেখে ছিলো টাইগ্রেসরা।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে লড়াই করে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করা ইংল্যান্ড বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৮ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ওভার খেলে তুলতে পেরেছে ৯৭ রান। ২১ রানের হার সঙ্গী হয়েছে নিগার সুলতানার দলের।
ইংল্যান্ডের মতো দলকে অল্পতে আটকে দিয়েও ব্যাটিং ব্যর্থতায় জিততে পারেনি বাংলাদেশ। মাত্র ১১৮ রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে নিগার সুলতানার দল ১১৯ রানও তুলতে পারেনি ২০ ওভারে। তিন উইকেট হাতে নিয়েও থেমেছে মাত্র ৯৭ রানে। বিশ্ব মঞ্চে বড় দলকে হারানোর সহজ সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ভালো শুরু পায় দলটি। ৪৮ রানের উদ্বোধনী জুটি রাবেয়া খানম ভাঙার রানের গতি হারায় দলটি। সাবধানী ব্যাটিংয়ে সাত উইকেটে ১১৮ রান তুলতে সমর্থ হয় ইংলিশ মেয়েরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেছেন ওপেনার ড্যানি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন আরেক ওপেনার মিয়া বুচিয়ার।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দু’টি, ফাহিমা খাতুন ২টি, রিতু মণি দু’টি ও রাবেয়া খান একটি করে উইকেট লাভ করেন।
১১৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নারী দল চরম ব্যাটিং ব্যর্থততার পরিচয় দেয়। হাতে তিন উইকেট রেখে ইনিংস শেষ করেও ২১ রানে হার মেনে নেয়ে টাইগ্রেসরা। ব্যাট হাতে সুবহানা মুস্তারি কেবল লড়াইয়ের চেষ্টা করেন। অন্যরা যাওয়া-আসার মিছিল করেন। সোবহানা মুস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন ৪৮ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার। শেষ পর্যন্ত বাংলাদেশ দল সাত উইকেটে ৯৭ রানে থামে।
ইংল্যান্ডের হয়ে লিনসি স্মিথ ও চার্লি ডেন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০