নিজস্ব প্রতিবেদকঃ কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সময় পার করছে ইংলিশরা। তবে বিভিন্ন কারণে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি ইংল্যান্ড দল।
ইনজুরি, পিএসএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় সব ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও দলে আছেন জস বাটলার, জোর্ফ্রা আর্চার, মঈন আলিদের মতো ক্রিকেটাররা। তবুও সেই তুলনায় ঘরের মাঠে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই কথা মনে করছেন। নিজেদেরকেই তুলনামূলক পূর্ণশক্তির দল বলছেন। তবে খাটো করে দেখছেন না সফরকারীদের। সাম্প্রতিক সময়ের তাদের দুর্দান্ত ক্রিকেটের প্রশংসা করেছেন। একইসাথে মনে করিয়ে দিয়েছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন। তবে নিজেদের শক্তি আর স্কিলের উপর যথেষ্ট আস্থা আছে লঙ্কান কোচের।
হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি আমরা পূর্ণশক্তির দল, তবে তারা পূর্ণশক্তির দল নিয়ে আসেনি। এর ফলে আমাদের স্কিল ও শক্তির উপর আস্থা রাখছি।’
৫৪ বছর বয়সি এই কোচ আরও বলেন, ‘কিন্তু এটাও বলতে হবে, তাদের শক্তির জায়গা দুর্দান্ত। গেল ১০ বছরে দারুণ গভীরতা তৈরি করেছে দলে। প্রত্যেক টেস্ট খেলুড়ে দেশ হিংসে করে এটা নিয়ে। প্রত্যেক কোচই এমন গভীরতা তৈরি করতে চায়। আশা করি আমিও এমন কিছু করতে যেতে পারব এবারের মেয়াদ শেষে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post