নিজস্ব প্রতিবেদকঃ গতকাল পর্যন্ত ইংল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে যা আভাস পাওয়া গেছে, তাতে বাড়তি স্পিনার যোগ হওয়ার কথা বাংলাদেশের লাইনআপে। কিন্তু সোমবার রাতে ভারি বৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। তাতে স্পিনার যোগ করার চিন্তা থেকে সরে আসতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। সাহসী সিদ্ধান্তও দেখা যেতে পারে। তাতে সাকিব আল হাসানরা একজন বাড়তি পেসার নিতে পারে একাদশে।
গত রাতে ভারি বৃষ্টিপাত হওয়া ধর্মশালা অবশ্য সকাল থেকেই শান্ত। আলো ঝলমলে সকালের শুরু হয়েছে সেখানে। তবে সেখানকার আবহাওয়া ভেজা ও কোমল হওয়ায় এই ম্যাচে একাদশে পড়তে পারে প্রভাব। প্রাধান্য পেতে পারেন পেসাররা। নিচের দিকের একজন বাড়তি ব্যাটার কমিয়ে স্পিনে বাড়তি শক্তি যোগ করার চেয়ে চার পেসার খেলানোর সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নেয় কিনা তাও হবে কৌতূহলের।
সাধারণত ভেজা আবহাওয়ায় পেসাররা পান বাড়তি সুবিধা। সিম মুভমেন্ট, স্যুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্স শুরুতে ব্যাটারদের দিতে পারে কঠিন সময়। তবে ধর্মশালাকে পেস বান্ধব উইকেট হিসেবে জানলেও প্রথম ম্যাচে এখানে দারুণ বোলিং করেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসানরা আফগানিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।
একজন বাড়তি স্পিনার যদি খেলায় বাংলাদেশ- সেটা হতে পারেন নাসুম আহমেদ কিংবা শেখ মেহেদী। এই দুজনের একজন একাদশে এলে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা ওপেনারদের একজন। ওপেনিং থেকে তানজিদ তামিম কিংবা লিটন দাসের মধ্যে কাউকে বাদ দিলে ওপেনিংয়ে খেলানো হতে পারে মেহেদি হাসান মিরাজকে। আর যদি পেসারের দিকে মনযোগ দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাতে তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম-মুস্তাফিজুর রহমানের সাথে যোগ হতে পারেন তানজিম সাকিব বা হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post