স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তবে হেডিংলিতে আজ অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা। রোববার স্বাগতিকদের জয়ের নায়ক হ্যারি ব্রুক। দারুণ এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়েন দেন এই ব্যাটার। শেষদিকে দারুণ ব্যাট করে ইংলিশদের জয় এনে দেন ক্রিস ওকস ও মার্ক উড।
সিরিজের তৃতীয় টেস্টে ২৫১ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। ৯৩ বলে ৯ চারে ৭৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের নায়ক ব্রুক। শেষদিকে ওকস ৪৭ বলে ৩২ রানের ইনিংসে ইংলিশদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্রুকের সঙ্গে সপ্তম উইকেটে তার ৭৩ বলে ৫৯ রানের ইনিংসই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। উড অপরাজিত থাকেন ৮ বলে ১৬ রান করে।
২৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিনের শেষদিকে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট আগের দিন ভালোভাবে শেষ করলেও চতুর্থ দিন সকালে খুব বেশিক্ষণ তিকতে পারেননি। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ডাকেট ফিরলে ভাঙে ৪২ রানের জুটি। মঈন আলীকে তিনে নামিয়ে দিলে এই পরিকল্পনা খুব একটা কাজে দেয়নি। স্টার্কের বলে ৫ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ইনিংস বড় করতে পারেন নি জো রুটও। ২১ রান করে ফিরেন তিনি।
জ্যাক ক্রলিকে ফিরিয়ে আবার ধাক্কা দেন স্টার্ক। এরপর স্টোকস আর বেয়ারস্টোও ফেরেন দ্রুত। ১৬১ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে যখন ধুকছে ইংল্যান্ড, তখন হাল ধরেন ব্রুক। চার বছর আগের স্টোকসের মতো দলকে জিতিয়ে ফিরতে না পারলেও ৯৩ বলে ৯ চারে ৭৫ রান করা ব্রুক ফিরেছেন দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে। ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করা উড জিতেছেন সেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post