স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুপার এইটের গ্রুপ ‘বি’তে টেবিলের টপার প্রোটিয়ারা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের ব্যাটে ১৬৩ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড হ্যারি ব্রুকের হাফ সেঞ্চুরির পরও থেমেছে ১৫৬ রানে।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নাম ইংলিশরা ওপেনার পিল সল্টকে হারায় দলীয় ১৫ রানের মাথায়। ৮ বলে ১১ রানে ফিরেন এই ওপেনার। আরেক ওপেনার অধিনায়ক জস বাটলারও ফিরেন দ্রুত। তিনি করেন ১৭ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
সাত চারে ৩৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন হ্যারি ব্রুক। তিন চার ও দুই ছক্কায় ১৭ বলে ৩৩ রান করেন লিয়াম লিভিংস্টোন। তাতেই ছয় উইকেটে ১৫৬ রানে থামে দলটি।
প্রোটিয়াদের হয়ে রাবাদা ও কেশব মহারাজা ২টি করে উইকেট লাভ করেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিন আফ্রিকা ডেভিড মিলার ও ডি ককের ব্যাটে চড়ে ছয় উইকেটে ১৬৩ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ডি কক। চারটি করে চার ও ছক্কায় ৩৮ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। চারটি চার ও দুই ছক্কায় ২৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। এছাড়া ১৯ রান করেন রেজা হ্যানড্রিকস।
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার তিনটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post