স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ২০০৫ সাল থেকে আমেরিকার গ্লেজার পরিবারের কাছে। তবে ইউনাইটেডের চরম বাজে ফর্মের কারণে, তাদের মালিকানায় থাকা নিয়ে ক্ষোভ জানিয়ে আসছিলেন সমর্থকরা। মাঝে ক্লাবকে নতুন মালিকানার হাতে বেঁচে দিতে চেয়েছিল গ্লেজার পরিবার। তবে সেটি থেকে সরে এসেছে।
যদিও এবার ক্লাবের ২৫ শতাংশ বেঁচে দিয়েছে তারা। ক্লাবের সিকি অংশ কিনে নিয়েছেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ। ম্যানচেস্টার ইউনাইটেডের পাড় এই ভক্ত ১.২৫ বিলিয়ন পাউন্ড দিয়ে ক্লাবের ২৫ শতাংশের শেয়ার নিজের করে নিয়েছেন। এর বাইরেও ক্লাবটিতে বিনিয়োগের জন্য আরও ২৩৬ মিলিয়ন পাউন্ড খরচ করবেন তিনি।
চুক্তির অংশ হিসেবে এখন থেকে ক্লাবের ফুটবল পরিচালনা বিভাগের নিয়ন্ত্রণ থাকবে র্যাটক্লিফের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপের হাতে। ইনেওস গ্রুপ মূলত কেমিক্যাল কোম্পানি। আর সেই কোম্পানির চেয়ারম্যান হলেন র্যাটক্লিফ। যার জন্ম কিনা ম্যানচেস্টারে। এই ব্যবসায়ী রেড ডেভিলের সারা জীবনের ভক্ত।
ক্লাবের মালিকানা পেয়ে উচ্ছ্বসিত ৭১ বছর বয়সী র্যাটক্লিফ। তার লক্ষ্য ক্লাবকে আরও উপরে নিয়ে যাওয়া। র্যাটক্লিফ বলেন, ‘ক্লাবের বাণিজ্যিক সাফল্যই বলে দিচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার জন্য সবসময়ই তহবিল আছে। সাম্প্রতিক সময়ে এই সম্ভাবনা পূর্ণতা পায়নি। আমাদের সবার লক্ষ্য পরিষ্কার, আমরা সবাই ক্লাবকে সেখানে নিতে চাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের থাকা উচিত…ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একেবারে চূড়ায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post