স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরোপা লিগে টানা তিন জয় তুলে নিয়েছে লিভারপুল। গত রাতে ঘরের মাঠে আতিথ্য দেয় ফ্রেঞ্চ ক্লাব তুলুজকে। অ্যানফিল্ডে অলরেডরা ম্যাচটি জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। আগের দুই ম্যাচেও প্রতিপক্ষের জালে মোট ৫ গোল দেয় ইয়ের্গুন ক্লপের দল।
ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় লিভারপুল। দিয়েগো জোটা গোল করেন জো গোমেজের পাস থেকে। অবশ্য শুরুর গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেন নি ক্লপের শিষ্যরা। ১৬ মিনিটে তুলুজ গোল করে ম্যাচে আনে সমতা। থিস ডালিঙ্গা গোল করেন অ্যারন ডুনুমের অ্যাসিস্টে।
এরপরই জ্বলে ওঠে লিভারপুল। প্রথমার্ধে তুলুজের জালে আরও দুই বার বল পাঠায়। ৩০ মিনিটে ওয়াতারু এন্দু গোল করে দলকে লিড এনে দেন। মিনিট চারেক পরে গোলের খাতায় নাম লেখান দারউইন নুনেজ। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে আরও এগিয়ে যায় তারা।
লিভারপুলের চতুর্থ গোলে নাম লেখান রায়ান গ্রাভেনবার্খ। ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। ম্যাচের শেষ গোলটি আসে এই মিশরীয় ফরোয়ার্ডের কাছ থেকে। বদলি নামা কোডি গাকপোর অ্যাসিস্টে গোল করেন তিনি। টানা তিন জয়ে গ্রুপ ‘ই’-তে শীর্ষে আছে লিভারপুল।
Discussion about this post