স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গোলের বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই মহাতারকা। গতরাতে পিএসজির শিরোপা জয়ের রাতে গোলের দেখা পান বিশ্বকাপজয়ী মেসি। তাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ ম্যাচে ৪৯৬।
অন্যদিকে রোনালদোর গোলসংখ্যা ছিল ৬২৬ ম্যাচে ৪৯৫। রোনালদোর চেয়ে ৪৯ ম্যাচ কম খেলেই এ রেকর্ড এখন মেসির নামে। পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২২ গোল করেছেন আর্জেন্টাইন মহানায়ক। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে লা লিগায় ৫২০ ম্যাচে তিনি করেন ৪৭৪ গোল।
অন্যদিকে বর্তমানে সৌদি আরবের শীর্ষ লিগে খেলা রোনালদো স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলে গোল পেয়েছেন ৪৯৫। পর্তুগিজ এই তারকা ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং সিপির হয়ে। সেরা সময় কাটান রিয়াল মাদ্রিদের হয়ে। লি লিগায় ২৯২ ম্যাচে করেন ৩১১ গোল।
গতরাতে স্ত্রাসবুর্গের মাঠে ৫৯ মিনিটে মেসির গোলে লিড নেয় পিএসজি। পরে ম্যাচের ৭৯ মিনিটে কেভিন গামেইরো সমতায় ফেরান স্ত্রাসবুর্গকে। পিএসজির শিরোপা নিশ্চিত করার পথে অবশ্য সেটি কোনো বাধা হয়নি। ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টই পিএসজিকে এনে দিয়েছে আরেকটি লিগ শিরোপা। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশ শিরোপা জিতেছে প্যারিসের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post