স্পোর্টস ডেস্কঃ ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২–১ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণ জয়ে ইউরো অভিযান শুরু করল সাবেক চ্যাম্পিয়নরা। শেষ দিকে বদলি নেমে বলে প্রথম স্পর্শেই জালের দেখা পেলেন ভঠ ভেহর্স্ট। তাতে শুভসূচনা করল ডাচরা। হামবুর্গে রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল।
ম্যাচের ১৫ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় পোল্যান্ড। কর্নার থেকে পিওতর জিয়েলিনস্কির নেওয়া শটে দারুণ হেডে বল জালে জড়ান অ্যাডাম বুকসা। অবশ্য সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি ডাচরা। ২৯ মিনিটে ডাচদের ম্যাচে ফেরান লিভারপুল তারকা কোডি গাকপো। লেফট ব্যাক নাথান আকের পাস থেকে বক্সে বল পেয়েই শট নেন গাকপো। তাঁর শট পোল্যান্ডের ডিফেন্ডার বারতোশ সালামোনের গায়ে লেগে দিক পাল্টে জালে আশ্রয় নেয়।
বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকে নেদারল্যান্ডস। দলটি এই ম্যাচে গোলের উদ্দেশে ২১টি শট নিয়েছে, যা ২০১২ ইউরোয় ডেনমার্কের বিপক্ষে ম্যাচের (৩২টি) পর সবচেয়ে বেশি। কিন্তু মেম্ফিস ডিপাই–জাভি সিমন্সের মিসের মহড়া দিতে শুরু করতে হতাশ হতে হয়। জয়সূচক গোলটি নেদারল্যান্ডস পায় ৮৩ মিনিটে। এর আগে ৮১ মিনিটে ডিপাইকে তুলে নিয়ে নামান ভেহর্স্টকে। ২ মিনিট পর তিনিই ডাচদের আনন্দে ভাসান তিনি। নেদারল্যান্ডসের হয়ে সবশেষ ১০ ম্যাচে তার সপ্তম গোল এটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post