স্পোর্টস ডেস্কঃ জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য বৃহস্পতিবার ৩০ জনের দল ঘোষণা করেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। দলে রয়েছেন জুভেন্টাস মিডফিল্ডার নিকোলো ফ্যাজিওলি। ২৩ বছর বয়সী এ তারকা সিরি আ’য় সাত ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বলোগনা ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন। ঘোষিত প্রাথমিক দলে জায়গা পাননি মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি।
২০২২ সালে আলবেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল ফ্যাজিওলির। এরপর অবশ্য আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ফ্যাজিওলি ইতালির দলে থাকলেও প্রত্যাশিতভাবে বাদ পড়েছেন অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড নিকোলো জানিওলো। বাঁ পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়েছে তার। ইনজুরির কারণে লুসিয়ানো স্পালেত্তির দলে নেই টটেনহ্যাম ফুলব্যাক ডেস্তিনি উডোগিও।
দলে জায়গা পাননি দুই ফরোয়ার্ড দোমিনিকো বেরার্দি ও চিরো ইম্মোবিলেও। এই বছরে এখন পর্যন্ত ইতালির খেলা দুই ম্যাচের কোনোটিতেই অবশ্য দেখা যায়নি তাদের। সবচেয়ে বিস্ময়কর লোকাতেল্লির বাদ পড়াটা। গত মার্চে ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচেই খেলেন তিনি। ক্লাব ইউভেন্তুসের হয়েও এই মৌসুমে নিয়মিত খেলেছেন ২৬ বছর বয়সী ফুটবলার। আগামী ১৫ জুন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।
ইতালির ইউরোর দল- জিয়ানলুইজি দোন্নারুমা, আলেক্স মেরেত, ইভান প্রভেডেল, গুগলিয়েলমো ভিকারিও, ফ্রান্সেসকো আকারবি, আলেজান্দ্রো বাস্তোনি, রাওল বেল্লানোভা, আলেজান্দ্রো বৌনগিওরনো, রিকার্ডো ক্যালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, মাতেও ডারমিয়ান, ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি, নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টানটে, নিকোলো ফ্যাজিওলি, মাইকেল ফলোরুনশো, ডেভিড ফ্রাটেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি, স্যামুয়েলে রিসি, ফেডেরিকো কিয়েজা, স্টিফেন সারাওয়ে, রিকার্ডো ওরসোলিনি, জিয়াকমো রাসপোদারি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা ও মাতিয়া জাক্কাগনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post