স্পোর্টস ডেস্কঃ ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে গেল ফ্রান্স। সোমবার রাতে মুহুর্মুহু আক্রমণ করে ম্যাচের শেষার্ধে আত্মঘাতী গোলের সুবাদে বেলজিয়ামকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে নিজেদের চতুর্থ ম্যাচে এসেও ইউরোতে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করা হলো না ফ্রান্সের। রাউন্ড অব সিক্সটিনেও গোল লেখা হয়েছে আত্মঘাতী হিসেবে। এবারের ইউরোতে তাদের ৩ গোলের দুটিই হলো আত্মঘাতী, অন্য গোল এসেছে পেনাল্টি থেকে।
গোটা ম্যাচে ২২টি আক্রমণ করে বেলজিয়াম মাত্র ২টি শট পোস্টে রাখতে পেরেছে। ফ্রান্স ৫৮টি আক্রমণ করে চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি তুলে নিয়েছে। শেষ ষোলোয় অন্য ম্যাচে আজ রাত বাংলাদেশ সময় রাত একটায় পর্তুগাল ও স্লোভেনিয়া মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের। এর আগে বেলজিয়ামের বিপক্ষে আজকের ম্যাচের শেষদিকে এসে গোল পায় দিদিয়ের দেশমের দল। ৮৫ মিনিটে ছোট বক্সের খানিক বাইরে থেকে বদলি নামা কোলো মুয়ানি নিলেন দুর্বল এক শট। ভের্টনঘেনের দুর্ভাগ্য, বল লাগে তার পায়ে। দিক পরিবর্তন করে সেই বল চলে যায় জালে। ১-০ গোলের হারে বিদায় হয় বেলজিয়ামের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post