স্পোর্টস ডেস্কঃ সদ্য শেষ হওয়া ইউরোর সেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। যেখানে চ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ ৬ খেলোয়াড় সেরা একাদশে জায়গা পেয়েছেন।
উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক দলের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন স্পেন থেকে। ৬ স্প্যানিশ খেলোয়াড় সেরা একাদশে জায়গা পেয়েছেন। আর ফ্রান্স থেকে জায়গা পেয়েছেন ২ জন এবং একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং জার্মানির দল থেকে।
গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান। আসরে ৬ ম্যাচ খেলে ১৬টি সেভ আর ৪টি ক্লিনশিট ছিল তার। পাস অ্যাকুরেসি ৮৪ শতাংশ। রাইটব্যাকে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের কাইল ওয়াকার। ৭ ম্যাচে ৬৯০ মিনিট খেলে তার পাস অ্যাকুরেসি ছিল ৯০.৫৮ শতাংশ। ৮টি ট্যাকল করেছেন, বল উদ্ধার করেছেন ২৯ বার। ম্যানুয়েল আকাঞ্জি ৫ ম্যাচে ৪৮০ মিনিটে খেলে ৩টি ট্যাকল ও ৩৭ বার বল উদ্ধার করেছেন। তার পাস অ্যাকুরেসি ছিল ৯৪ শতাংশ।
সেন্টার-ব্যাকে আকাঞ্জির আরেক সঙ্গী উইলিয়াম সালিবা। ফরাসি এ তারকা ৯৫.৫ শতাংশ পাস অ্যাকুরেসি, ৭ ট্যাকল আর ৩১ বল বল উদ্ধার করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। লেফট-ব্যাকে আছেন চ্যাম্পিয়ন স্পেনের কুকুরেয়া। ৬ ম্যাচে ৫৪৬ মিনিট খেলে ৯২.১৭ পাস অ্যাকুরেসিতে ৮ ট্যাকল আর ৩৪ বার বল উদ্ধার করেছেন। মিডফিল্ডের পুরোপুরি আধিপত্য চ্যাম্পিয়ন স্প্যানিশদের। সেন্ট্রাল মিডফিল্ডে রদ্রি ও ফাবিয়ান রুইজ আর অ্যাটাকিং মিডফিল্ডে জায়গা পেয়েছেন দানি ওলমো।
আসরে ৫২১ মিনিটে খেলে ৯২.৮৪ শতাংশ পাস অ্যাকুরেসি ছিল রদ্রির। গোল করেছেন ১টি। ৫৪২ মিনিট খেলে ৯০.১৭ শতাংশ পাস অ্যাকুরেসিতে ২ গোল ও ২ অ্যাসিস্ট ছিল রুইজের। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালকে দলকে জয়সূচক গোল এনে দেওয়া দানি ওলমো ৪৩১ মিনিট খেলে ৩ গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন। ফরোয়ার্ডে ৩ জনের ২ জনই স্পেনের। রাইট উইঙ্গে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল আর লেফট উইঙ্গে নিকো উইলিয়ামস। আসরের সবচেয়ে কম বয়সী এ ফুটবলার ৫০৭ মিনিট খেলে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। মোট ১৮টি শট নিয়েছিলেন তিনি। যার মধ্যে ৭টিই ছিল অন টার্গেটে। অন্যদিকে নিকো ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছে। তার নেয়া ১১ শটের ৩টি ছিল লক্ষ্য বরাবর। এদিকে কোয়ার্টার ফাইনালে বাদ পড়লেও আসরে উয়েফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জার্মানির ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। ৩১ বছর বয়সী এ তরুণের পাস অ্যাকুরেসি ছিল ৯১.২ শতাংশ। ৫ ম্যাচে ৪২৩ মিনিট খেলে ৩ গোল করেছেন তিনি। ৬ জনের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলস্কোরার হয়ে ভাগাভাগি করে নিয়েছেন গোল্ডেন বুট।
ইউরো ২০২৪-এর সেরা একাদশ:
মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post