স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু রিটস্কি ওয়ানডে অভিষেকে ইতিহাস গড়েন। ১৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। তবে তার সেই ইনিংস বিফলে গেছে। পাঁচ বছর পর সেঞ্চুরি পাওয়া নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস ও ডেভন কনওয়ের ব্যাটে ‘রেকর্ড’ গড়ে জিতেছে নিউজিল্যান্ড। লাহোরে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে সর্বোচ্চ ২৯৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিলো নিউজিল্যান্ডের। সেটি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। এবার সেই রেকর্ড ভেঙে নিউজিল্যান্ড জিতেছে ৩০৪ রান তাড়া করে। আগে ব্যাট করা প্রোটিয়ারা অভিষিক্ত ম্যাথু ব্রিটস্কির দেড়শো রানের ইনিংসে ৩০৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড কেন উইলিয়ামসের সেঞ্চুরি ও ডেভন কনওয়ের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা অভিষিক্ত ব্রিটস্কির ব্যাটে চড়ে ছয় উইকেটে ৩০৪ রান তুলে। ম্যাথ ব্রিটস্কি ১৫০ রানের স্মরণীয় ইনিংস খেলেন ১৪৮ বলে। পাঁচ ছক্কার সঙ্গে এগারো চারে সাজান অভিষেকের ইনিংসটি। হাফ সেঞ্চুরি করেন মুল্ডারও। পাঁচ চার ও এক ছক্কায় ৬০ বলে ৬৫ রান করেন তিনি। ৪১ রান আসে জেসন স্মিথের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের হয়ে হেনরি ও র্রুক ২টি করে উইকেট লাভ করেন।
৩০৫ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে ও তিনে নামা কেন উইলিয়ামসের ব্যাটে চড়ে মাত্র চার উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন কনওয়ে। ১০৭ বলে করেছেন ৯৭ রান। নয় চার ও এক ছক্কার মার ছিলো তার সেঞ্চুরি মিসের ইনিংসে। কেন উইলিয়ামস প্রায় পাঁচ বছরের বেশি সময় পর সেঞ্চুরি করেছেন। ১৩৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৩ বলের ইনিংস সাজিয়েছেন ১৩ চার ও ২ ছক্কায়। ২৮ রানে অপরাজিত থেকে তার সঙ্গী হয়েছেন গ্রিন ফিলিপস।
সাউথ আফ্রিকার হয়ে সিনিরুন ২টি উইকেট লাভ করেন।
ত্রিদেশীয় সিরিজের ২ ম্যাচের দুটোই জিতে মোট ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। একটি করে ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনো জিততে পারেনি। বুধবার করাচিতে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তিন জাতির টুর্নামেন্টটির ফাইনাল হবে শুক্রবারে, করাচিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০