স্পোর্টস ডেস্ক:: টেস্ট ক্রিকেটের ইতিহাসে একবারই ভারত নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিলো। এবার নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের সিরিজ খেলতে নেমেছে ৩-০ ব্যবধানেই হেরেছে রোহিত শর্মারা। ঋশব পন্থের লড়াইয়ের পরও সফরকারীদের দেওয়া ১৪৭ রানের টার্গেট টপকাতে পারেনি স্বাগতিকরা। পরপর তিন টেস্টে হারলো রোহিত শর্মার দল।
এর আগে একবারই ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েচিলো। ২০০০ সালে সাউথ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো। ভারতকে লজ্জায় ডুবিয়ে ব্ল্যাক্যাপসরা প্রথমবারের মতো বিদেশের মাটিতে টানা তিন টেস্ট জয়ের রেকর্ড গড়লো। রোহিত শর্মার দল নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান টপকাতে পারলো না। এর আগে ক্যারিবিয়ানদের দেওয়া ১২০ রানের লক্ষ্য টপকাতে পারেনি ভারতীয় দল। ১৯৯৭ সালের পর এবার ২০২৪ এসে ১৪৭ রান টপকাতে গিয়ে আটকে গেছে ক্রিকেটের পরাশক্তি খ্যাত ভারতীয় দল।
১৪৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমেই শুরুতেই রোহিত শর্মাকে হারায় স্বাগতিকরা।ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১৩ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে প্যাভেলিয়নে ফেরত স্বাগতিক অধিনায়ক। এরপর মাত্র ৩ রান তুলতেই ভারত হারায় দ্বিতীয় উইকেট। এবার সাজঘরে ফেরত যান তিনে নামা শুবমান গিল। ৪ বল খেলে ১ রান করে এজাজের শিকারে পরিণত হন তিনি। এরপরই স্বাগতিকরা বড় ধাক্কা খায়। আরো ২ রান তুলতেই প্যাভেলিয়নে ফেরত যান বিরাট কোহলি। ইনিংসের ৬ষ্ট ওভারের তৃতীয় বলে দলীয় ১৮ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারতীয়রা। বিরাট কোহলির পরপরই আউট হয়ে যান জয়স্বীজসওযাল। তার বিদায়ে ইনিংসের ৭ম ওভারের পঞ্চম বলে দলীয় ২৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ভারত। এই ওপেনার ফিলিপসের লেগবিফোরের ফাঁদে পড়ার আগে ১৬ বলে করেন ৫ রান। তার বিদায়ের পর উইকেটে আসা সরফরাজ খান দলকে আরো বিপদে ফেলেন। দলীয় ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৮ম ওভারের প্রথম বলে বিদায়ের আগে দুই বলে ১ রান করেন এই ব্যাটার।
ষষ্ট উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন ঋশভ পন্থ। ১৬তম ওভারের শেষ বলে জাদেজার বিদায়ে ভাঙে তাদের ৪২ রানের জুটি। ২২ বলে ৬ রান করেন জাদেজা। ৭১ রানেই ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এক প্রান্ত আগলে রাখা ঋশভ পন্থ একাই টানতে থাকেন দলকে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করা এই ব্যাটারের বিদায়ের পরই মূলত ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। ইনিংসের ২২তম ওভারের চতুর্থ বলে দলীয় ১০৬ রানের মাথায় সাজঘরে ফিরেন পন্থ। ৫৭ বলের ওয়ানডে মেজাজী ইনিংসে নয় চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ঋশভ পন্থের বিদায়ের পর ভারত আর বেশিক্ষণ টিকতে পারেনি। ওয়াশিংটন সুন্দর ১২ রান করেন। ৮ রান আসে রবীচন্দ্র অশ্বিনের ব্যাট থেকে। ২৯.১ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় ভারত। ম্যাচ হারে ২৫ রানের ব্যবধানে।
নিউজিল্যান্ডের হয়ে প্যাটেল ৬টি, ম্যাট হেনরি ৩টি ও ফিলিপস একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০