স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনাল মানেই রেকর্ড। রেকর্ডের পর রেকর্ড গড়াই যেনো তার কাজ। ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক ‘রেকর্ড’ গড়েছেন সিআর সেভেন। ক্লাব ফুটবলের ইতিহাসে তিনি ৭০০তম জয়ের দেখা পেয়েছেন। পৃথিবীর অন্য কোনো ফুটবলার ৭০০ ম্যাচ জয়ের দেখা পাননি এখনো।
গত রাতে সৌদীর প্রো লিগে সিআর সেভেনের দল আল নাসর ২-১ গোলে হারিয়েছে আল রায়েদকে। দলের জয় সূচক দ্বিতীয় গোলটি করেছেন ফুটবলের এই মহারাজা। তার দল জিতেছে, আর তিনিও ক্লাব ফুটবলে ৭০০তম জয়ের স্বাদ পেয়েছেন।
সৌদীর ক্লাব আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর ৮৫তম গোল, হাজার গোলের পেছনে ছুটে চলা রোনালদোর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯২১তম গোল। স্পোর্তিং লিসবনের হয়ে যাত্রা শুরু করা রোনালদো একের পর এক মুকুট অর্জন করছেন। একের পর এক ম্যাচ জিতে চলেছেন। স্পোতিংয়ের ১৩ ম্যাচ জিতেছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ২১৪ ম্যাচ।
ফুটবলের এই মহারাজা রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন মাদ্রিদের হয়েই। এক জীবনে ক্লাব ফুটবলে সব মুকুট অর্জনের পথে রোনালদো মাদ্রিদের হয়ে জিতেছেন ৩১৬ ম্যাচ। এরপর জুভেন্টাসে যোগ দিয়ে জিতেছেন ৯১ ম্যাচে।
আল নাসরে যোগ দিয়ে গত রাত পর্যন্ত ৬৬ ম্যাচ জিতেছেন রোনালদো। যা ৭০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে দিয়েছে। সৌদীর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ৯৪ ম্যাচ খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০