নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম পর্বের বিপিএলে প্রথম ম্যাচেই বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাট করে ২০২ রান করেছে সাকিব আল হাসানের দল। ঝড়ো ফিফটি করেছেন দলটির পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। মাত্র ২৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ক্রিকেটার।
টস হেরে আগে ব্যাট করতে নামা বরিশাল ওপেনিংয়ে দেখায় চমক। এনামুল হক বিজয়ের সঙ্গে এবারের আসরে প্রথমবারের মতো ওপেন করতে দেখা যায় মেহেদি হাসান মিরাজকে। ওপেনিং জুটিতে ৩৩ রান তুলে বিদায় নেন মিরাজ। ১২ বলে ৩ চার আর ১ ছক্কায় ২৪ করেন তিনি। এরপর সাকিব আল হাসান ৩ বলে ৮ করে বোল্ড হন মৃত্যুঞ্জয়ের বলে।
২১ বলে ৫ বাউন্ডারিতে ৩০ করেন বিজয়। ১৭ বলে ২৫ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। এদিকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ইব্রাহিম জাদরানের। ৪৮ রান করা এই আফগান ব্যাটার ফেরার আগে খেলেছেন ৩৩ বল। ৩ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন ইফতিখার। ছয়ে নেমে ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এই পাকিস্তানি ক্রিকেটার। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ৪ ওভারে অবশ্য ৪৯ রান দিয়ে বসেন তিনি। তবে রাহির চেয়ে আরো খরুচে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪ ওভারে ৫৩ রান দিয়ে তিনি শিকার করেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post