স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তাতে অজিদের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানরা। মুম্বাইয়ে আগে ব্যাট করে ২৯১ রান করেছে তারা।
ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করার কৃতিত্ব দেখিয়ে জাদরান। ১৪৩ বলে ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এটিই বিশ্বকাপে কোনো আফগান ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। এর আগে দলটি ভালো শুরু পায় রহমানউল্লাহ গুরবাজ ও জাদরানের ওপেনিং জুটিতে। ৩৮ রান যোগ করার পর অষ্টম ওভারে জশ হ্যাজেলউডের বলে স্টার্কের হাতে ধরা পড়েন গুরবাজ।
দ্বিতীয় উইকেট জুটিতে ইবরাহিম ও রহমত মিলে ৮৩ রান যোগ করেন। ৪৪ বলে ১ চারে ৩০ রান করে ম্যাক্সওয়েলের বলে ফেরেন রহমত।
বিস্তারিত আসছে…
Discussion about this post