স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি-ইয়াং বয়েজ ম্যাচ একতরফাভাবে শেষ হয়েছে। মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে জেতে সিটি। এই ম্যাচের প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আর্লিং হালান্ডের কাছে জার্সি চেয়ে বসেন ইয়াং বয়েজ অধিনায়ক মোহাম্মদ আলী কামারা!
এরপর জার্সি খুলে কামারার হাতে তুলে দিয়ে ‘আবদার’ মিটিয়েছেনও হালান্ড। বিরতির পর নিজের আরেকটি জার্সি পরে মাঠে নামেন তিনি। ইয়াং বয়েজ অধিনায়কের কাণ্ডে বিস্মিত হয়েছেন সুইস ক্লাবটির কোচ রাফায়েল উইকি। জার্সি বদলের ঘটনা মোটেও ভালো লাগেনি তাঁর। তবে তিনি এটাও মনে করেন, মাঠে এর কোনো প্রভাব পড়েনি।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে অবশ্য দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে ইয়াং বয়েজ। ঘরের মাঠে জোড়া গোল করে ফের সিটির নায়ক হালান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন। প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি।
২৩ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। সেখান থেকে সফল স্পট কিক নিয়ে দলকে লিড এনে দেন হালান্ড। বিরতির ঠিক আগে আরেকটি গোল করেন ফোডেন। তার গোলে অ্যাসিস্ট করেন জ্যাক গ্রিলিশ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন হালান্ড। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এটা তাঁর চতুর্থ গোল। ইয়ং বয়েজের বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।
এদিকে ইয়াং বয়েজ অধিনায়ক কামারার জার্সি নেওয়া প্রসঙ্গে দলটির কোচ রাফায়েল ম্যাচ শেষে বলেন, ‘আমি এটা (কামারা-হলান্ডের জার্সি বদল) দেখিনি, বিষয়টা মাত্র জানলাম এবং এই মুহূর্তে আমি এতে কিছুটা অবাক। তবে আমি মনে করি না এই ঘটনায় ম্যাচে বা পারফরম্যান্সের কোনো প্রভাব পড়েছে। তবে আমি সম্ভবত তার সঙ্গে এই বিষয়ে কথা বলব এবং সে তখন কী ভেবেছিল, জানতে চাইব। হয়ত আর্লিং (হলান্ড) তাকে জার্সি বদল করতে বলেছিল, আমি জানি না!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post