স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের জোড়া প্রস্তুতি ম্যাচ হারল পাকিস্তান। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হারে ৫ উইকেটের ব্যবধানে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ হেরেছে তারা। অধিনায়ক বাবর আজম মিডল অর্ডারে নেমে ৯০ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান। ইনিংসে পাকিস্তানের তিন ব্যাটার হাঁকান ফিফটি। তবু অজিদের করা ৩৫১ রান টপকাতে পারে নি তারা। ৩৩৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য কক্ষে ছিলেন ম্যাথু হেইডেন ও রমিজ রাজা। সাবেক এই ক্রিকেটার একেক সময় কাজ করেছেন পিসিবির হয়ে। রমিজ ছিলেন পিসিবির প্রধান। আর হেইডেন দলটির মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য কক্ষে রমিজ জানতে চান হেইডেনের কাছে, পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তরে সাবেক অজি তারকা হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি তারা খুব মনোযোগী, যেটা এই দলের ভিত্তিমূল। পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা। প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদন এবং ধারাবাহিকতা- খেলোয়াড়দের সংস্কৃতিতে এগুলোর প্রতিনিধিত্ব করে ইসলাম।’
এর আগে গত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে এক সাক্ষাৎকারে হেইডেন বলেছিলেন, ‘প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে তারা (পাকিস্তানের ক্রিকেটার) নামাজ আদায় করেন। বাইরে যে যাই করুক, যখনই এই নামাজের সময় হয় তারা একত্রিত হয়। শৃঙ্খলা ও একনিষ্ঠতার অনন্য উচ্চতায় নিয়ে যায় নিজেদের।’
হেইডের তাঁর সেই সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী আমি, আর ওরা মোহাম্মদ (সা.)-এর অনুসারী। তবে রিজওয়ান (মোহাম্মদ রিজওয়ান) আমাকে একটি ইংরেজি সংস্করণের কুরআন উপহার দিয়েছে। আমি তা নিয়মিত পড়ি। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post