স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে উইন্ডিজ। আসন্ন এই সফরের দুইটি টেস্ট ম্যাচ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)। দলে এসেছেন ৭ নতুন মুখ। খেলবেন না জেসন হোল্ডার, কাইল মায়ার্স। ক্রেইগ ব্রাথওয়েটের ডেপুটি করা হয়েছে আলজারি জোসেফকে।
দল থেকে বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান। সবশেষ ভারত সিরিজের দলে থাকা অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার এই সিরিজে জায়গা ধরে রেখেছেন। দলের নতুন ৭ জন হলেন- ব্যাটার জাকারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি। টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দু’দলের। সাদা বলের এই দুই সিরিজে ৩টি করে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও উইন্ডিজ। সাদা বলের সিরিজগুলোর জন্য এখনও দল ঘোষণা করে নি ক্যারিবিয়ানরা।
উইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দরপল, অ্যালিক অ্যাথানাজে, কির্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আকিম জর্ডান, গুদাকেশ মোটি, টেভিন ইমলাচ, শামার জোসেফ ও জ্যাকারি ম্যাককাসকি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post