স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ। আগের ম্যাচে সিঙ্গাপুরকে হারানো লাল সবুজের প্রতিনিধিরা আজ জিতেছে ৪-২ গোলে। শনিবার হাংঝুতে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্ণার থেকে ১০ মিনিটে ম্যাচে লিড নেয় বাংলাদেশ।
প্রথম কোয়ার্টার ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ অবশ্য দ্বিতীয় কোয়ার্টারে লিড ধরে রাখতে পারে নি। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। রুশিয়ান কারিমভ ফিল্ড গোল করেন। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ আবার এগিয়ে যায়।
এবারও বাংলাদেশের এই লিড বেশিক্ষণ থাকেনি। পুনরায় ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। ২৬ মিনিটে জনিবেক ফিল্ড গোল করেন। ২-২ গোলের সমতায় মধ্য বিরতিতে যায় দুই দল। ৪২ মিনিটে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পায়। আশরাফুল পেনাল্টি স্ট্রোকে গোল করলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়।
চতুর্থ কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। চলতি এশিয়াডে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের কাছে ৭–২ ও পাকিস্তানের কাছে ৫–২ গোলে হেরেছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post