স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পার্থক্য ১৫৬। ২০১৫ সালে এই বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগ মিলিয়ে ৯ গোল দিয়েছিল সকারুরা। তবে শেষ কয়েক মাসে ইতিবাচক ফুটবলের হাওয়া বাংলাদেশে। আর দলের উন্নতির ধারা শক্ত এই প্রতিপক্ষের সাথেও দেখতে চান বেঙ্গল টাইগারদের কোচ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি নিয়ে বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা বলেন, ‘আমরা এ বছর ভালো ফুটবল খেলছি। এ ম্যাচে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আগের চেয়ে ভালো দল। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো লড়াই করে যে অভিজ্ঞতা হবে, সেটি দিয়েই গ্রুপের বাকি দুই প্রতিপক্ষের সঙ্গে আমরা ভালো খেলতে চাই। এ বছর যে ধরনের ফুটবল আমরা খেলেছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিই ধরে রাখতে চাই।’
কাবরেরার কাছে মেলবোর্নের ঠাণ্ডা আবহাওয়া, স্কিলের পাশাপাশি শারীরিক শক্তিতে পিছিয়ে থাকা, সেট-পিস নিয়ে ভীতি-এমন অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা আছে। স্প্যানিশ এই কোচ বলেন, ‘সেট-পিস নিয়ে নিয়মিত কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। প্রতিপক্ষ দলের ফিজিক্যাল এডভান্টেজ অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা চেষ্টা করব তাদের কর্ণার না দিতে এবং আমাদের অর্ধে ফ্রি-কিক না দিতে।’
Discussion about this post