স্পোর্টস ডেস্ক:: লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে উরুগুয়ে। দলটির কোচ মার্সেলো বিয়েলসা দলের সেরা দুই স্ট্রাইকারকে ছাড়াই যাচ্ছেন বিশ্বকাপ বাছাই পর্ব খেরতে।
বিয়েলসা গত মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেন। এরপরই থেকেই স্পষ্ট হয়ে যায় তার দলে জায়গা হবে না সুয়ারেজ ও কাভানির। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বলেন দলের এই দুই তারকার সঙ্গে তার কোনো যোগাযোগ হচ্ছে।
তখনি অনেকে ধরে নেন উরুগুয়ে দলে জায়গা হারাতে যাচ্ছেন কাভানি-সুয়ারেজ। অবশেষে সেটাই সত্যি। বিয়েলসা বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন।
কনমেবল অঞ্চলের বাছাই পর্বে আগামি ৮ সেপ্টেম্বর শুক্রবার মাঠে নামবে উরুগুয়ে। বিয়েলসার দলের প্রতিপক্ষ চিলি। ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।
উরুগুয়ের সেরা তারকা লুইস সুয়ারেজ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলেরমালিক তিনি। এডিনসন কাভানি আছেন দ্বিতীয় স্থানে। দলের সেরা দুই তারকা, সর্বোচ্চ গোলদাতাদের বাদ দিয়েই দল দিয়েছেন বিয়েলসা।
অভিজ্ঞতার দিক দিয়ে সুয়ারেজ-কাভানি অনেক এগিয়ে। জাতীয় দলের জার্সিতে দু’জনেই ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবার বিশ্বকাপের বাছাই পর্বেই দলে জায়গা হারালেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post