স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী ৫ বছর খেলতে পারবেন না উসমান। এই সময়ে আইএল টি-টোয়েন্টি, আবু ধাবি টি-টেন লিগসহ ইসিবি আয়োজিত বা অনুমোদিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
শুক্রবার ইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সংযুক্ত আরব আমিরাত দলের হয়ে খেলার বিষয়ে ইসিবিকে মিথ্যা বলেছে উসমান এবং ইসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করেছে। এটা স্পষ্ট যে, সে আর ইসিবির হয়ে খেলতে চায় না অথবা খেলার যোগ্যতা অর্জনের যা করণীয়, তাও পূরণ করতে পারেনি।’
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেতে পারেন উসমান। মূলত আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছার কথা জানান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ১ হাজার ২০৭ রান করেছেন তিনি ৩৮.৯৩ গড় ও ১৪৬.১২ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে চারটি, যার তিনটি পিএসএল, একটি বিপিএলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post