নিজস্ব প্রতিবেদকঃ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঝারি সংগ্রহ পেয়েছে ঢাকা ডমিনেটরস। সোমবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে উসমান গনির ফিফটিতে ১৪৪ রান করেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা। উসমান ৭৩ রানে অপরাজিত থাকেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন মিজানুর রহমান। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার। নিজেকে মেলে ধরতে পারেননি চারে নামা অ্যালেক্স ব্লেক। এরপর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ঢাকার রান বাড়ানোর চেষ্টা করেন উসমান। তবে তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি মিঠুন।
মিঠুন আউট হয়েছেন ১৫ বলে ১৪ রান করে। উসমান ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ২২ বলে ২৯ রান করেন নাসির। এদিকে শেষ ওভারে হারিসের ওভারে এক চার ও দুই ছক্কায় ১৯ রান নেন উসমান। ফলে ১৪৪ রান তোলে ঢাকা।
রংপুরের হয়ে দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান এবং রকিবুল হাসান। দুজনই একটি করে উইকেট পেলেও তাদের ইকোনমি ছিল দারুণ। আর আজমতুল্লাহ ওমরজাই পেয়েছেন ২ উইকেট। বেশ খরুচে ছিলেন রউফ। উইকেট ছাড়াই শেষ করেছেন নিজের বোলিং স্পেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post