স্পোর্টস ডেস্ক:: মুশফিকুর রহিম ও মুমিনুল হক আগামি মাসে দু’বার পাকিস্তান সফরে যেতে পারেন। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ আছে। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে সফরে পাঠাবে ‘এ’ দল।
সংক্ষিপ্ত ফরম্যাটের দলে না থাকা এই দুই ক্রিকেটার বেশ কয়েক দিন থেকে তাই জাতীয় দলে নেই। টেস্ট সিরিজ শুরুর আগে তাই ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যেতে পারেন তারা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই বিসিবি এমন সুযোগ দিয়েছে দু’জনকে।
তবে ক্রিকেট বোর্ড জোর করে ‘এ’ দলের হয়ে তাদেরকে সফরে পাঠাবে না। তারা নিজেরা স্বেচ্ছায় যেতে চাইলে তবেই যাবেন। ক্রিকেট বোর্ড মূল সিরিজের আগে ‘এ’ দলের মোড়কে পাকিস্তান সফরের সিদ্ধান্ত তাদের দু’জনের উপর ছেড়ে দিয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দু’টি টেস্ট ম্যাচ খেলতে আগস্টের শেষ দিকে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররা এরই মধ্যে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ছিলেন। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গঠন করে আগস্টের শুরুতে পাকিস্তান পাঠাবে বিসিবি।
বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। ক্রিকেট বোর্ড আগামি ১০ আগস্ট পর্যন্ত কয়েকজন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দিয়েছে। এরপরই শুরু হবে পাকিস্তান সফরের ক্যাম্প।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post