স্পোর্টস ডেস্ক:: জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়তো এক ক্যাপই। যে ক্যাপ ১৮ বছর থেকে নিজের সঙ্গী করে রেখেছেন দেশের অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটের অভিষেকে পাওয়া এক ক্যাপ এখনো তার সঙ্গী। পরম যত্ম আর ভালোবাসায় নিজের জীবনের ছায়া সঙ্গী করে নিয়েছেন মহামূল্যবান টেস্ট ক্যাপটিকে। ২০০৫ সালের ২৬ মে পাওয়া ক্যাপটি এখনো সঙ্গী উইকেটরক্ষক এই ব্যাটারের।
ক্যারিয়ারের অনেক উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে মিস্টার ডিপেন্ডেবলের ক্যাপটি। ক্রিকেটের অভিজাত ফরম্যাট সাদা পোশাকে মাঠে নামতে এখনো তার মাথায় শোভা পায় সেই অভিষেকের ক্যাপ।
দেড় দশকেরও আগের ক্যাপটি কালচে সবুজ রঙ পরিবর্তন হয়ে ধূসর রঙ ধারণ করেছে। তবে মুশফিকের কাছে অভিষেক টেস্টের ক্যাপটির গুরুত্ব এক বিন্দুও কমেনি। বছর পাঁচেক আগে সেই গুরুত্বের কথাই জানান তিনি। বলেছিলে, ‘টেস্টের মর্যাদাই অন্যরকম। যতগুলো টেস্ট খেলি, এ আফসোস যেন না থাকে সেটার জন্য এটা পরি। টুপিটা পরলে আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে। যত পুরনো হবে, যত ঘামের দাগ থাকবে, ততই মনে হবে, কিছু একটা হয়তো করেছিলাম।’
প্রায় প্রতি বছর নিয়ম করেই টেস্ট অভিষেকের দিনটি স্মরণ করেন তিনি। তাকে স্মরণ করিয়ে দেয় ক্যাপটি। এবার তিনি দিনটিকে কেন্দ্র করে ক্যাপ নিয়ে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে লিখেন, ‘আলহামদুলিল্লাহ…১৮ বছর এবং এখনো চলমান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post