স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রোববার দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে জিতেছে জাসপ্রিত বুমরাহ’র দল। আগে ব্যাটে করে ভারত ৫ উইকেটে ১৮৫ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়।
১৮৬ রান তাড়ায় তৃতীয় ওভারেই জোড়া উইকেট হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং আর লোরকান টাকার দুজনেই প্রসিধ কৃষ্ণের বলে আউট হন কোন রান না করে। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই পেসারের। মিডল অর্ডারে কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেলরাও থিতু হয়ে টানতে পারেননি।
দলকে একা টানছিলেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ১৬তম ওভারে তিনি ৫১ বলে ৭২ করে ফিরলে আশা মিইয়ে যায় আয়ারল্যান্ডের। শেষ দিকে মার্ক অ্যাডার ১৫ বলে ২৩ করে স্রেফ হারের ব্যবধান কমিয়েছেন। বুমরাহ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট রভি বিষ্ণোই ও কৃষ্ণ।
এর আগে ব্যাট করে ২৬ বলে ৫ চার, ১ ছক্কায় ৪০ করে থামেন সঞ্জু স্যামসন। রতুরাজ গায়কোয়াড় ফেরেন ফিফটি করে। ৪৩ বলে ৬ চার, ১ ছক্কায় ৫৮ আসে তার ব্যাটে। এরপর দলের রান বাড়ানোর ভার নেন আইপিএল মাতিয়ে ভারত দলে সুযোগ পাওয়া রিঙ্কু সিং ও শিভাম দুভে। দুই বাঁহাতি স্লগ ওভার কাজে লাগিয়েছেন ভালোভাবে। ২১ বলে ২ চার, ৩ ছক্কায় ৩৮ আসে রিঙ্কুর ব্যাটে, দুভে ১৬ বলে অপরাজিত থাকেন ২২ করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post