স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টস জেতা শ্রীলঙ্কা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। একাদশে সাতজন ব্যাটার ও চারজন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে লঙ্কানরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। খেলছেন কেবল কেশব মহারাজ। নেই তাবরাইজ শামসি। প্রোটিয়াদের হয়ে আজ বিশ্বকাপে অভিষেক হচ্ছে ওটনিল বার্টম্যানের।
শ্রীলঙ্কা একাদশ- পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিক নরখিয়া, ওটনিল বার্টম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post