স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারো পয়েন্ট টেবিলের শীর্ষে। টরেস, লেভানডফস্কি, রাফিনহাদের গোল উৎসবের রাতে রিয়াল বেতিসকে উড়িয়ে টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করেছে জাভির দল।
পাঁচ ম্যাচ খেলা বার্সেলোনা জিতেছে চারটি ম্যাচ। ‘ড্র’ করেছে একটি ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দলটি। তাদের চিরপ্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদ আছে টেবিলের দ্বিতীয় স্থানে। চার ম্যাচ খেলা রিয়াল সবক’টি ম্যাচই জিতেছে। তাদের পয়েন্ট ১২।
রাতের ম্যাচে চ্যাম্পিয়নদের সামনে পড়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছিলো রিয়াল বেতিস। গুণে গুণে পাঁচটি গোল হজম করলেও বেতিস শোধ দিতে পারেনি একটিও। বার্সার পাঁচ ফুটবলার প্রত্যেকেই করেছেন একটি করে গোল। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে দলটি।
পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে লেভানডফস্কিরা। বেতিস কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ম্যাচের ২৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দলটি। মিনিট সাতেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন লেভানডফস্কি। ৩২তম মিনিটে তার গোলেই বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পিছিয়ে পড়েই বিরতিতে যেতে হয় বেতিসকে।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেতিস। তবে সেই সুযোগ পায়নি দলটি। ৬২তম মিনিটে ফরেন টরেস দারুণ এক গোল করেন। তাতেই বার্সা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। একাধিক গোল হজম করা বেতিস কোনো কিছু বুঝে উঠার আগেই মিনিট চারেকের মধ্যেই হজম করে চতুর্থ গোল। ৬৬তম মিনিটে বার্সার গোলের হালি পূর্ণ করেন রাফিনহা।
হালি গোল হজম করে বেতিস যখন টিকে থাকার লড়াই করছে, তখনি তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোয়াও ক্যানসেলো। ৮১তম মিনিটে তার গোলে বার্সার ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post