স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত মুখোমুখি হবে চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ নভেম্বর (বুধবার)। এই ম্যাচে নতুন কিছু না করে একই ধারা অব্যাহত রাখতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোহিত জানান, প্রথম পর্বের মতো একইভাবে এগোতে চায় তার দল। তিনি বলেন, ‘আমরা প্রথম পাঁচ ম্যাচে রান তাড়া করেছি। পরের চার ম্যাচে আগে ব্যাটিং করেছি। আমার মতে, যেসব জায়গা দেখে নেওয়া দরকার ছিল, আমরা প্রায় সব কিছুই ঠিকভাবে দেখে নিয়েছি। আমরা এই সপ্তাহের গুরুত্বটা বুঝি। তবে আমাদের মনে হয় না, এত দিন যা করেছি (সেমি-ফাইনালে) তার চেয়ে ভিন্ন কিছু করার প্রয়োজন আছে।’
এদিকে সেমিফাইনালে বারবার ভারতের হেরে যাওয়াকেও ‘খেলার সৌন্দর্য’ বললেন রোহিত। তিনি বলেন, ‘এই যে আমরা সেমিফাইনালে উঠে বারবার হেরেছি, এটাই খেলাটার সৌন্দর্য। দেখুন, আমরা যখন ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জিতি, তখন আমাদের বর্তমান দলের বেশির ভাগ খেলোয়াড়ের জন্মই হয়নি। এমনকি ২০১১ বিশ্বকাপ জেতার সময় এই স্কোয়াডের অনেকে ক্রিকেট খেলাই শুরু করেনি।’
রোহিত যোগ করেন, ‘আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হলো, তারা অতীত নিয়ে অতটা ভাবে না। তারা বরং বর্তমানটাই মাথায় রাখে। আজ কী করল, কাল কী করবে, তাদের ভাবনা এই নিয়েই। আমি কাউকেই অতীত নিয়ে কথা বলতে দেখিনি বা শুনিনি। তাদের মনোযোগ ক্রিকেটার হিসেবে নিজেদের তারা কতটা এগিয়ে নিতে পারবে, তা নিয়েই। এটিই এই স্কোয়াডের খেলোয়াড়দের বৈশিষ্ট্য। এটা আমি মনে করি খুব ভালো একটা ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post