স্পোর্টস ডেস্কঃ চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পাকিস্তান দলে প্রত্যাবর্তন হয়েছিল মোহাম্মদ আমিরের। তারকা এই পেসার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তান একাদশে সুযোগ পেয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ আমিরকে একাদশে রাখে নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ম্যাচও তাই জেতা হলো না বাবর আজমের দলের।
রাওয়ালপিন্ডিতে রোববার রাতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। দারুণ এই জয়ে সিরিজে সমতা ফেরাল কিউইরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। রোববার পিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের একাদশে আমিরের পরিবর্তে আব্বাস আফ্রিদির নাম ঘোষণা করেন দলটির অধিনায়ক বাবর। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। ইনিংস সর্বোচ্চ ২০ বলে ৪১ রান করেন শাদাব খান।
সাইম আইয়ুব ও বাবর আজমের ওপেনিং জুটিতে ৫৫ রানের পুঁজি পায় পাকিস্তান। ২২ বলে ৩২ রান করে সাইম ফিরলে ভাঙে এই জুটি। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক বাবর। তবে ব্যক্তিগত ৩৭ রানে ফিরেন তিনি। ২৯ বল খেলেন তিনি। ইরফান খান করেন ২০ বলে ৩০ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ইশ সোধী। রান তাড়ায় ভালো শুরু পায় নিউজিল্যান্ডও। তবে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক মার্ক চ্যাপম্যান। ৪২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসটি ছিল ৪ ছক্কা ও ৯ চারে। ডিন ফ্রক্সক্রফট করেন ৩১ রান। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন আমিরের জায়গায় একাদশে সুযোগ পাওয়া আব্বাস আফ্রিদি। আগের ম্যাচে দ্যুতি ছড়ানো শাহিন আফ্রিদি এই ম্যাচে ছায়া হয়ে ছিলেন
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post