স্পোর্টস ডেস্কঃ জাবি আলনসোর অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলা লেভারকুসেন এবার বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে। বুন্দেসলিগার টানা ১১ বারের চ্যাম্পিয়ন মিউনিখকে গত রাতে ৩-০ গোলে হারায় তারা। এই জয় দিয়ে বুন্দেসলিগা জয়ের স্বপ্নও উজ্জ্বল হয়েছে লেভারকুসেনের।
২১ ম্যাচ শেষে শীর্ষ থাকা লেভারকুসেন বায়ার্নের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে। লেভারকুসেনের ৫৫ পয়েন্টের বিপরীতে বায়ার্নের পয়েন্ট ৫০। এখন লিগে বাকি থাকা ১৩ ম্যাচে নাটকীয় কোনো পতন না হলে শিরোপা–স্বপ্ন দেখতেই পারে ক্লাবটি; যদিও এখনই শিরোপা নিয়ে ভাবছেন না বলে মন্তব্য করেছেন আলোনসো।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলোনসো বলেছেন, ‘আমরা লড়াই করতে চেয়েছি। আমরা দারুণভাবে নিজেদের কাজটা করেছি। দলের শৃঙ্খলা এবং সংহতিও অসাধারণ ছিল। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স দুর্দান্ত হয়েছে। ছেলেরাও দারুণ প্রতিশ্রুতিশীল ছিল। যখন আমাদের পারফরম্যান্স করা জরুরি ছিল, আমরা তা করে দেখিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post