স্পোর্টস ডেস্কঃ বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর ১৭ বছরের অপেক্ষা শেষ করে আরও একবার শিরোপা গেল তাদের ঘরে। শিরোপা জয়ের পর আবেগে আপ্লুত রোহিত নিজেই ঘোষণা দিলেন, এটা তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন। এই ট্রফি জয়ের জন্য মরিয়া ছিলেন তিনি।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটাকেই সেরা সময় বলতে হবে। আমি এটাই বলতে পারি। এর কারণ, যতটা মরিয়া হয়ে আমি এটা জিততে চেয়েছি। এতগুলো বছর ধরে আমি যত রান করেছি, এটা একটা ব্যাপার। কিন্তু আমি পরিসংখ্যানের ভক্ত নই। আমি ভারতের জন্য ম্যাচ জয়ের কথা ভাবি, ভারতের জন্য ট্রফি জয়ের কথা ভাবি। সব সময় আমি এটার দিকেই তাকিয়ে থাকি। আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post