নিজস্ব প্রতিবেদকঃ দারুণ জুটি গড়ে নেদারল্যান্ডসের রান বাড়াচ্ছিলেন স্কট এডওয়ার্ডস ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তবে তাদের জুটি ৭৮ রানের বেশি হতে দিলেন না মুস্তাফিজুর রহমান। দারুণ এক স্লোয়ারে ডাচ অধিনায়ককে ফেরান তিনি। পরের ওভারে শেখ মেহেদীর শিকারে ফেরেন এঙ্গেলব্রেখট।
এঙ্গেলব্রেখটের ক্যাচ মেহেদী হাসান মিরাজ ধরতে পারলে জুটি ভাঙতে পারতেন আগের ওভারেই। তবে পরের ওভারে অধিনায়ক এডওয়ার্ডসকে ফিরিয়ে জুটি ভেঙেছেন মুস্তাফিজ। তার অফস্টাম্পের বাইরে রাখা বলে স্লাইস করতে গেলে পয়েন্টে মিরাজের হাতে সহজ দিয়ে ফিরেছেন ডাচ অধিনায়ক। ভাঙে ৭৮ রানের জুটি। ৮৯ বলে ৬টি চারের সাহায্যে ৬৮ রান করেন এডওয়ার্ডস।
পরের ওভারে শেখ মেহেদীর প্রথম বলেই আউট হন এঙ্গেলব্রেখট। স্টাম্পে থাকা ডেলিভারিতে রিভার্স সুইপ করেন তিনি। ব্যাটে খেলতে পারেন নি। আম্পায়ার এলিবডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে তিনি নেন রিভিউ। তাতে অবশ্য কাজ হয়নি। ৬১ বলে ৩ চারে ৩৫ রান করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post